বাসা ও অফিস পরিবর্তন আপনার দায়িত্ব আমাদের


ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর। এখানে পছন্দমত একটি বাসা বা বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আমাদের চাকরি, ব্যবসা বা অন্যান্য কারণের জন্য প্রায়ই বাসা বদল করতে হয়। বাসা বদল করার সময় সবচেয়ে  কঠিন কাজ হচ্ছেআসবাবপত্র অন্যান্য সামগ্রী পরিবহণ করা। 

কিন্তু এখন যদি প্রতি মাসেও আপনার বাসা পরিবর্তন করতে হয়, তাতেও উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। এই সমস্যা থেকে মুক্তি দিতে দরকারী আছে আপনার পাশে।  আমরা গত ১৫ বছর যাবত সমগ্র ঢাকা শহরে বাসা বদল সেবা দিয়ে আসছি অত্যন্ত সুনাম বিশ্বস্ততার সহিত।  

 

 ---

ঢাকা উত্তর বা দক্ষিণ যেকোন প্রান্তে আপনি বাসা বদল করতে চান না কেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার বর্তমান বাসা থেকে সকল মালামাল অত্যন্ত সতর্কতার সহিত পৌছে দিব নতুন বাসায়। শুধু তাই নয়, আমরা আপনার নতুন বাসায় ফার্ণিচার সহ সকল মালামাল সাজিয়ে দিব আপনার পছন্দ অনুযায়ি।

 

মাসের শেষ বা প্রথম সপ্তাহে বালিশতোশক, হাঁড়িপাতিলের লটবর নিয়ে শহরের পথে ঠেলাগাড়ি বা ট্রাকের চলতে থাকার দৃশ্যটি খুব চেনা। ঢাকা শহরের বাসিন্দাদের বেশির ভাগই থাকেন ভাড়া বাড়িতে। চাকরি বা ব্যক্তিগত কারণে বাসা বদলও ভাড়াটিয়া জীবনযাপনের নিয়মিত অনুষঙ্গ।

বাসা বদলানো মানেই হরেক রকমের ঝক্কি-ঝামেলা। থেকে মুক্তি দিতে বাসা বদলের সুবিধা দিতে ঢাকা শহরে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু ফোনে বা অনলাইনে ফরমাশ দিলেই চলবে। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লোকবল দিয়ে হাজির হয়ে যাবে। আসানের সঙ্গে বাসা বদল পর্ব সমাধান করবে তারা নির্দিষ্ট খরচার বিনিময়ে।

সম্প্রতি “দরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাসা বদল করা , বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। থাকতেন ধানমন্ডি এলাকায়। ব্যক্তিগত কারণে তিনি বনানীতে বাসা বদলের সিদ্ধান্ত নেন। খোঁজাখুঁজি করে পছন্দমতো একটি বাসাও পান। পরে বাসা বদলের দায়িত্ব দেন একটি বাসা বদলকারী প্রতিষ্ঠান দরকারী কে তারাই বাসার মালামাল গোছানো, বাঁধাছাঁদা করা, নতুন বাসায় নিয়ে যাওয়া, ইলেকট্রিকসামগ্রী লাগিয়ে দেওয়াসহ সব কাজ করেছেন। এতে তাঁর ২০-২৫ হাজার টাকার মতো খরচ হয়েছে।

রাজধানীতে প্রায় ১৫ বছর ধরে বাসা বদলের সঙ্গে যুক্ত রয়েছে দরকারী প্রতিষ্ঠানটির কর্ণধার মো: কাউচার আলম খুসরু বলেন, বাসা বদলের পাশাপাশি অফিস বদল বা স্থানান্তরের কাজও তাঁরা করেন। প্রতি মাসে ৪০-৬০টি বাসা বা অফিস বদলের ফরমাশ পায় তাঁর প্রতিষ্ঠান। তিনি বলেন, ফরমাশ পাওয়ার পর সরেজমিনে তাঁরা বাসা বা অফিস পরিদর্শন করেন। এরপর কী পরিমাণ মালামাল সরাতে হবে, সে অনুযায়ী খরচ নির্ধারণ করেন। দরকারীর (www.dorkary.com) পাশাপাশি  প্যাক অ্যান্ড শিফট ,(www.packnshift.com) ও বাসাবদল (https://moversbd.com/) নামের প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত আছেন বলে জানিয়েছেন। বাসা বদল সার্ভিস এর সময় কোনো মালামালের ক্ষতি হলে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে বাজারমূল্য অনুযায়ী তার ক্ষতিপূরণও দেওয়া হয় বলে জানিয়েছেন মো: কাউচার আলম খুসরু | 

 

প্যাক অ্যান্ড শিফট নামের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ বছর আগে প্রতিষ্ঠানটি ঢাকা শহরে প্রাতিষ্ঠানিকভাবে বাসা বদলের ব্যবসা শুরু করে। দীর্ঘ ১৮ বছরে প্রতিষ্ঠানটি সাবেক রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, সচিব, কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণিপেশার মানুষের বাসা বদল করেছে বলে দাবি করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তাদের অনেকেরই নিজস্ব পরিবহন দক্ষ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, এসি মিস্ত্রি, থাই মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কাঠমিস্ত্রি, পেইন্টারসহ বিভিন্ন দক্ষ লোকবল আছে। তারা কাচের মালামাল বা ক্রোকারিজ শৌখিন অ্যান্টিকজাতীয় মূল্যবান সামগ্রী যত্নের সঙ্গে খুলে মোড়ক করে আবার নতুন বাসায় লাগিয়ে দেয়। ছাড়া নতুন বাসায় নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টিভি, ফ্যান, লাইট, খাট, গিজার, চুলা লাগিয়ে দেওয়া হয়।

এভাবে বাসা বদল করতে কত খরচ হবে, তা নির্ধারণ করে বাসা বা অফিসের আকার, পথের দূরত্ব, মালামালের পরিমাণ, কত তলা থেকে নামবে আর কত তলায় উঠবে, এসব বিষয়ের ওপর। মুভ অ্যান্ড সেটেলের তথ্য অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থানান্তরে হাজার ২০০ থেকে হাজার ৫০০ টাকা, গিজার হাজার টাকায়, আইপিএস হাজার ৮০০ টাকায়, টেলিভিশন হাজার থেকে হাজার টাকায়, প্রতিটি সিলিং ফ্যান ২৫০ টাকায়, টিউবলাইট ২০০ টাকায়, আলমারি হাজার ৮০০ থেকে সাড়ে চার হাজার টাকায়, ওয়াশিং মেশিন হাজার ২০০ টাকায় স্থানান্তর করা হয়। মালামাল বাঁধার কাজ করায় নিয়োজিত প্রতিজনকে দিতে হয় ৮০০ টাকা। সব মিলিয়ে খরচের অঙ্কটি বেশ স্বাস্থ্যবানই হয়ে ওঠে। ঝক্কি-ঝামেলা এড়াতে চাইলে ব্যয়ভার বহনের সামর্থ্য তো থাকতেই হবে।  

তাছাড়া আমাদের অফিসিয়াল প্রাইস লিস্ট লক্ষ করতে পারেন।

Sl. No

Type of Transport (With Labor)

Amount

01. 1.5 tons pickup (Dhaka city) 7,000-8000/-
02. 2 tons pickup (Dhaka city) 7,5,00-8,500/-
03. 3 tons pickup (Dhaka city) 9,00-10,000/-
04. 3 tons cover van (Dhaka city) 12,000-14,000/-
05. 5 tons Covered van (Dhaka city) 17,000-19,000/-
06. AIR CONDITION TYPE:
i) Sleet type: (Open-fittings)…
ii) Window type(Open-fitting)…
COST:
3,500/-
2,000/-
07. Selling Fan (Open-fittings)
Per fan……………….
300/-
300/-
08. Gas Charge split 3000/-
09. IPS Open-fitting 2,500/-
10. LCD TV (Open-fitting at Wall) 3,000/-
11. Tube Light Set Open fitting 300/-
12. Gezer(Open fitting) 3,500/-
13. Piano moving Charge(with transport) 10,000/-
If any Service out of price list this are Solve under negotiable
NB: Moving out of Dhaka, the price will be determined by negotiation.

 

আমাদের সাথে যেভাবে যোগাযোগ করবেন

 

আমাদের সাথে যোগাযোগ করতে আপনি যেকোনো সময় ০১৭৯৮১১১২২২ এই নম্বরে আমাদেকে কল করতে পারেন। এছাড়াও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে সকাল .০০ থেকে বিকাল .০০ টার মধ্যে যেকোন সময় চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি ৫৬, তেজগাও সার্কেল রোড নং ৭, ঢাকা, ১২১৫।

Comments

Office Relocation

  Moving to a new office space? Whether your business is headed down the block or across town, a poorly managed office relocation can quickly spiral into a huge headache for employees and clients...

Household Relocation

  We provide the support and guidance for local, domestic and international moves, along with  the care and personal attention needed for a successful relocation, so everyone can realize its many...

Top 10 Reasons to hire packers and movers for home shifting

Packing and shifting of domestic household goods and materials requires lots of efforts, resources and experience a little bit of mishandling at any step could cost you a lot. Here are top 10 reasons...

01. Packing materials

Different types of goods require different types of packing and its going to be very difficult for you to estimate how much of packing materials you may require and where to you procure. What if you run...

02.Packing

One of the most important tasks shifting your home. Packers and movers companies have trained manpower and team who can do good quality packing for all types of Goods and articles.

03.Finding trucks

When you decide to do it yourself. You have to find truck and most likely you are not aware of the fare and other miscellaneous expense. Packers and movers company have their own fleet and if in case...

04. Loading

Loading is one of the most important tasks and experience really matter here. If your goods are not loaded properly then there is high change of damage during transportation. Packers and movers’ companies...

05. Unloading

Unloading of packed boxes is equally important and only trained labors should be trusted on this. A little bit of carelessness may damage the box and goods inside. Movers and packers have a team who...

06. Unpacking

Once your goods are delivered you have to unpack all those boxes. Just imagine unpacking all those boxes of a 3BHK apartment, it’s not easy. Movers and packers’ companies can assist you and help you...

07.Rearranging

Another important task is re-assembling and re-arranging all household articles after unpacking. Unless you are very strong and have enough time and energy. It’s better to it for the experts. Packers...

09.Time and Efforts

There are so many tasks easy buying packing materials, packing, finding trucks and labors, loading, unloading, unpacking etc. Unless you have lots of time you should better leave it to the movers and...

10. Overall costs

Even if you decide to do it all yourself, you have to hire people, procure packing materials, arrange for transportation and all of this is going to cost you. When you engage a packers and movers service...

01678200900